Tuesday, July 12, 2022

Background to conscious-notebook translated to Bengali

 প্রেক্ষাপট: --


যে কোনও গ্রন্থের বিষয়বৈচিত্র্যের কাল্পনিক বাঁধন বাস্তব জীবনভিত্তিক। এটাই স্বাভাবিক। কোনও লেখকের মনে বাস্তব জীবনের কোনও ঘটনাক্রম দাগ কেটে গেলে, সেটা তার মনের ভিতর জারিত হয়ে লেখকের মধ্যে সৃজনশীল  সত্তার বোধন ঘটায়। লেখক তখন সেটাকে একটা কাল্পনিক পটভূমি অঙ্কন করে রূপায়ণ করে। এই গ্রন্থ সেই অর্থে ব্যাতিক্রম কিছু নয়। এর বিষয় তথ্য বাস্তব জীবন থেকে সংগৃহীত হলেও সেসব নিখুঁত ভাবে বাস্তব জীবনের সঙ্গে যে কোনও রকম সম্পর্ক ছিন্ন করা হয়েছে। তার পরেও যদি এর কোনও ঘটনাক্রম কারও জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে সেটা একেবারেই কাকতালীয়।

যিনি সচেতনভাবে গ্রন্থের বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করে যত্ন সহকারে পড়তে চান, তাঁর প্রতি নিবেদন:--

এই গ্রন্থের গতিপ্রকৃতি মোটেই সরলরৈখিক নয়, বরং এর নির্মিতি একেবারেই বক্র।  এলোমেলো, আঁকাবাঁকা পথ ধরেই এর চলন। এর গঠনতন্ত্রের সিংহভাগ জুড়ে রয়েছে একজন ডাক্তারি ছাত্রী এবং তার বাবা।
পাঠক ইচ্ছে করলে গ্রন্থটির শেষ অধ্যায় থেকেও পড়া শুরু করতে পারেন। এবং মাঝের কোনও অধ্যায়ে গিয়ে পড়াটা শেষ করতে পারেন।
যদি চান তো আগে নিশ্চিত হোন যে, আপনি ছাপানো গ্রন্থটি পড়ছেন। পুনর্বার পাঠ করে ঘটনাক্রমের মধ্যে সম্পর্ক পেতে চাইছেন। অথবা কম্পিউটারে ইলেকট্রনিক ভার্সনে চোখ রেখে তথ্যের তালিকায় মনোনিবেশ না করে শুধু ইটালাইজড হেলানো অক্ষরে লেখার সারবত্তাটুকু আহরণ করতে চাইছেন। 

একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থাকে কল্পনা করে নিন। যেখানে মানুষেরা হল সাংকেতিক কোড। কোডগুলোর লিঙ্ক হচ্ছে তাদের পারস্পরিক পরিচিতি, সম্পর্ক। তাহলে সহজেই মানুষেরা একটা সম ভাবনা, সমচিন্তনে অভ্যস্ত একটা সমাজ গড়ে তুলতে পারবে। একটা ছোট্ট সমাজ, যেখানে সবাই সবাইকে চেনে, তাদের মধ্যে কারও কারও আবার বাইরের কোনও সমাজের  লোকেদের সম্পর্ক রয়েছে।  কিছু মানুষ আবার নেতামন্ত্রী, অভিনেতাদের সঙ্গে সুপরিচিত, যারা অসংখ্য মানুষের সঙ্গে সম্পর্কযুক্ত। সে মানুষগুলো আবার এই ছোট্ট পৃথিবীর বিশেষ কোনও ঘটনার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন।

More about the translator in the link below :


English version :

The Conscious Notebook






All works of fiction draw on real life data and the present work is no exception. The data has been meticulously distorted substantially to remove all possible real life links. Any resemblance to a real life person would be purely coincidental.





Reading tips for the diligent but gullible reader



The trick in this book is not to be diligently linear as this is a very non-linear narrative built within the framework of a scale-free network with the sections on the medical student and her father as the major hubs. You could start with the last chapter and even end somewhere in the middle if you want to but be sure to turn it rapidly and smell the ink (that is if you are reading a paper version) or just eye the contents (not on the table of contents) scrolling down slowly till you feel like reading the italicized quotes (if you are on your electronic version).




Consider a social network in which nodes are people and links are acquaintance relationships between people. It is easy to see that people tend to form communities, i.e., small groups in which everyone knows everyone. In addition, the members of a community also have a few acquaintance relationships to people outside that community. Some people, however, are so related to other people (e.g., celebrities, politicians) that they are connected to a large number of communities. Those people may be considered the hubs responsible for the small world phenomenon.

http://en.wikipedia.org/wiki/Scale-free_network





No comments:

Post a Comment