Thursday, July 7, 2022

Amal Krishna Roy : Author

গণিতে স্নাতকোত্তর অবসরপ্রাপ্ত শিক্ষক অমলকৃষ্ণ রায়ের জন্ম কোচবিহার জেলায়। প্রাথমিক ভাবে স্কুলের ছাত্রছাত্রীদের অভিনয়োপযোগী নাটক লিখেই সাহিত্য জীবনে প্রবেশ। এ যাবৎ তিনি 20টি নাটক, নৃত্য নাট্য, 500এর বেশি গল্প এবং বেশ কিছু উপন্যাস লিখেছেন। 

ভরা জোয়ার উপন্যাসের জন্য তিনি 2016 সালে ত্রিবৃত্ত পুরস্কার পান। পেয়েছেন কবিতা সম্মাননা2019;  সারস্বত বিশিষ্ট সাহিত্যিক সম্মাননা 2020, বিবৃতি সম্মাননা 2021

অমলকৃষ্ণ রায়ের গল্পগ্রন্থ--

1) নির্বাচিত গল্প সংগ্রহ-- প্রিয়শিল্প প্রকাশন

2) প্রিয় গল্প সংকলন--সাহিত্যশ্রী

3) প্রেমের গল্প--সাহিত্যশ্রী


উপন্যাস--

1) ভরা জোয়ার-- সাহিত্যশ্রী

2) দোতারা--সাহিত্যশ্রী

3) বেদিয়া--জয়িতা প্রকাশনী

4) কুমারীমায়ের টোটোগাঁ--জয়িতা প্রকাশনী

5) সবুজ যাপন 

6) রাজ-অপরাহ্নে--গাঙচিল

7) নির্যাতিতাদের 71-- গাঙচিল 

8) বৈকুণ্ঠপুরের তেরঙা--তুহিনা প্রকাশনী

9) দাসদাসীদের রূপকথা


প্রবন্ধ গ্রন্থ--

বেদেসমাজ--ইতিহাস/সংস্কৃতি/জনজীবন--গাঙচিল


Presently author Amal Krishna Roy is also translating "The conscious notebook" and his first chapter  translation is linked here : https://consciousnotebooksequel.blogspot.com/2022/07/bengali-translation-of-conscious.html?m=1 with more chapter translations to follow. 









No comments:

Post a Comment