Tuesday, July 12, 2022

Chapter 50 Bengali translation

অধ্যায়-- পঞ্চাশ 


শব্দ এবং ধারণা

খেলাটার নাম এক শব্দের গল্প। কোনও রকম প্রস্তুতি নেই। পূর্ব পরিকল্পনা নেই। এমনিই এক প্রক্রিয়া আমার কাছে উপযোগী মনে হয়েছে। তোমরা যদি দশ-বিশজন জড়ো হও, তো তাদেরকে নির্দেশ দাও, মুখোমুখি হয়ে বৃত্তাকারে বসে যাক। একটা বাক্য বলে গল্পটা শুরু করে দাও-- বালিকাটি বনে গিয়েছিল। তারপর বৃত্তে বসে থাকা যে কোনও একজনকে এই গল্পে একটা শব্দ যোগ করে দিতে নির্দেশ দাও। এভাবে পরপর সবাই একটা করে শব্দ যোগ করে দিতে থাকবে।  এটা করাতে গিয়ে আমি ভীষণ রকম ভাল একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম।  প্রতিযোগীরা প্রত্যেকে সাক্ষাৎকারে বলেছে, তারা গল্পটা সম্পর্কে কোনও রকম পূর্ব ধারণা ছাড়াই গল্পটাকে একেকজন করে বলে যেতে লাগল। তারা প্রত্যেকে ঠিক সেই শব্দটার যোগ করে দিচ্ছে, যা বলা উচিত ছিল। কেউ কেউ গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে কখনও বাকরুদ্ধ হয়ে পড়ছে, কেউ আবার হতাশ হয়ে পড়ছে। পূর্ববর্তী প্রতিযোগী কী উচ্চারণ করবে, সে সম্বন্ধে তার কোনও ধারণাই নেই। কোনও অনুমান করতে পারছে না, তাকে ঠিক কী বলতে হবে। সেজন্য তাকে নিজের মতো করেই বলতে হচ্ছে।

বয়েড রোজার

ডুয়ার্স এলাকার বক্সা এবং জয়ন্তী পাহাড়ে আবারও পর্বত আরোহণের প্রশিক্ষণ চলছে। ব্যাঘ্র প্রকল্পের অধীনে গত গণনায় তিরিশ বাঘ গোনা হয়েছিল। তাদের কাছে শুধুমাত্র বাঘেরাই ভয়ের কারণ ছিল না, বর্ষার জোঁকের উৎপাতও ছিল। 

 অধ্যাপক মশাই শুরু করলেন, বর্ষণমুখর জঙ্গলে জোঁকেরা পাতার উপর কাঁপছে, কোনও এক ধারণার সঙ্গে মিশে যেতে তারা সমুহ বিপদ সম্পর্কে উদাসীন। 
ধারণার নিরীহ আত্মারা রাতের বর্ষণ শুরুর আগে একটা আরামদায়ক আশ্রয়ের জন্য ঘন জঙ্গলে হন্যে হয়ে ঘুরছে। ঘটনাক্রমে তাদের কেউ দীর্ঘক্ষণ পরে একটা পরিত্যক্ত বাংলো পেয়ে যায়।  
তারা সেখানে শব্দগুলোকে মোমবাতির আলোয় ব্যক্ত করছে, শব্দেরা মাছের মতো। এসব তখনই হল,  যখন ঘুম এসে ধারণাকে গ্রাস করে নিল।

ধারণারা ঘুমোয়। শুধুমাত্র ভোরে জেগে ওঠার জন্য। শব্দ এবং বাক্যেরা আগামী ভোরের সূর্যোদয়ে তীব্র বৃষ্টির মাঝে আবেগে গর্জন করে ওঠে। 
ধারণাগুলো সব ধুয়ে সাফ হয়ে দূরের নদী উপত্যকায়, সমতলের বন্যার জলে মিশে যায়, যেখানে তারা গতি হারিয়ে ফেলে। শিশুরা সেখানে আনন্দে চান করছে, নরম বালিতে জল ছিটোচ্ছে। শব্দেরা হল বহুদিন আগে পিতামাতাকে হারানো, গৃহহীন।তারা তাদের জিনগত উৎস খুঁজে পেতে অনড়। তারা বাস্তব জীবনে অনভিজ্ঞ। একটু নিরাপদ আশ্রয়ের জন্য, একটু স্বস্তির জন্য, আত্মতুষ্টির জন্য, আনন্দের জন্য পৌঁছেছে...কী নয়। প্রতিটা মুহূর্তে তারা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য ছোটে, যা কিনা আশ্চর্যজনক ভাবে ধারণার আড়ালে লুকিয়ে রয়েছে।

ক্ষুদ্র একটা বালুকণার মতো, এই কণাগুলো আবার বড় আকারের অনুগুচ্ছের মতো। তাদের নিজস্ব সৌরজগতের অধীনে, ইলেকট্রন মেঘের সঙ্গে, অসংখ্য অনুপরমানুদের নিয়ে
যে একটা মহাকাশ শহর নির্মাণ করা হল,  এটাই হল ধারণা, যা  অপ্রত্যাশিত ভাবে মনন থেকে দুলছিল। আমাদের মনের মধ্যে সেটা বাসা বেঁধে রয়েছে। প্রতিদিনের শূন্যতায় একটা তত্ত্বের জন্য, সব সমস্যার সমাধানের জন্য। 

শব্দেরা জিনগত উৎসের মতো একগুচ্ছ পরমাণু দিয়ে তৈরি। তারা বিন্যাসগত অবস্থান পরিবর্তন করে নিজেদের পাল্টে ফেলতে পারে। তা থেকেই অসংখ্য ধারণার সৃষ্টি হয়। ভিন্ন ভিন্ন কোষেরা, ভিন্ন ভিন্ন কাজ করছে, ফলে ভিন্ন ধারণা জন্মাচ্ছে। যেগুলো রোগের মতো জীবনের সংহত জটিল  পরমানুগুচ্ছে পরিণত হচ্ছে। যাকে মৃত্যুর মুখ ফিরিয়ে আনতে গিয়ে আমরা জয়ী হচ্ছি। এ নেটওয়ার্কের কাজ নিরবচ্ছিন্নভাবে চলতেই থাকে।

সে রাতে তারা পরিত্যক্ত বাংলোয় শুয়ে থাকা শুয়োরের মাংস ঝলসে খেয়েছিল। তারপর চাঁদের আলোয় বসে গান গিয়েছিলো, কবিতা পাঠ করেছিল।


Chapter 50




Words and Ideas


An exercise I have found very useful draws from improvisation drama: “The one-word story”. If you have 10 or 20 individuals then ask them to sit in a circle facing each other. You then feed them an initial line of a story (e.g. “The girl went into the forest”). Then tap someone on the shoulder and ask them to add a word to the story. And so this continues round the circle with each person adding a word to the emerging story. I found this to be a good experiential exercise since during the de-brief participants say that no one individual was in control but a story structure clearly emerged. They also reach the point where the emerging story is influencing what is said next. Some talk of the futility of trying to control the story and how frustrated they were when the person next to them uttered a word they had not predicted and so had to respond differently. 

Boyd Rodger,

www.learningecology.co.uk



It was a class trek again this time in the jungles of Buxa and Jainti in the Duars region of Bengal. There were 33 tigers counted in these forests in the last census under the tiger project. It was not however the tigers that intimidated them. It was the leeches in the rain. The professor started off, “Words are leeches quivering on leaf tops in a rain forest dying to attach on to any passing idea however unsuspecting. Ideas sucked dry to the bone make words fall off burping to their hearts content. Ideas are but poor innocent souls, roaming in the forest looking for a cozy shelter before night falls suddenly in a dense jungle.

Eventually they do find one, after losing the way umpteen times, inside a forsaken forest bungalow. They share words in the light of a candle, words like fishes, succulent and juicy leaving an after effect long after sleep engulfs our ideas.

Ideas sleep…. only to wake up at dawn, greet another sunrise of words and sentences amidst raging mountain torrents. Ideas are washed away into far off river valleys and flood plains where they slow a little. Children bathe in them with gaiety, sprinkling soft sands. Words are children looking for their long lost parents, homeless and yet full of vigor, determined to find their genetic donors, who exist in ivory towers, reach up to them for comfort, joy, satisfaction, security… what not. From time to time they run after these conventionally important things, which peculiarly hide in ideas, so vast and spread out that words are just a speck. A tiny grain of sand in comparison and yet these grains are like huge atoms, with their own solar systems and electron clouds. Space cities built into their infinite elementary particles are but one gigantic idea that sprang from an astonished contemplation, accidental and yet profound. It dwells in our minds, which long for a theory, a solution to everything, in its every day nothingness. 

Words like genomic imprints, building blocks of complex molecules, keep changing rearranging themselves, generating more and more ideas, different cells performing different functions, diverse set of ideas, which like disease, manifest themselves on integrated complex molecules of life that we fancy ourselves, more often than not leading to death, obliteration of one complex molecule, any one amongst us perhaps, in the vast shores of time, another re arrangement of on-off signals. The network continues to function as if it knew no time.” 

That night they had roasted pork with beer lying, in a forsaken forest bungalow, singing songs and sharing poems under the light of a full moon.






No comments:

Post a Comment