Tuesday, July 12, 2022

Chapter 56 Bengali

অধ্যায়-- ছাপ্পান্ন


চেতনায় সংযুক্তিকরণ



অধ্যাপক জোটম্যান শুরু করলেন, 'দেহযন্ত্রের সাধারণ নিয়মে কাজ না করাটা জানতে গেলে তোমাকে আগে জানতে হবে যন্ত্রটি সাধারণত কিভাবে কাজ করে। সেজন্য তুমি এতগুলো বছর এর জটিল প্রক্রিয়া বিষদে জানতে কাটিয়েছ। স্বভাবতই দেহাভ্যন্তর সম্পর্কে যা জানা গেল, তার থেকে আরও অনেক কিছু রহস্য এতে রয়েছে। এই দেহযন্ত্রের বাইরে যা রয়েছে, সেটাও সমভাবে গুরুত্বপূর্ণ। কী করে সেটি বাইরের পরিবেশ পরিস্থিতির সঙ্গে সর্বদা প্রতিক্রিয়া দিয়ে চলেছে। এ যন্ত্র সম্পর্কে এতটা বিস্তারিত ভাবে কেন জানা দরকার...এর মধ্যে অভূতপূর্ব রহস্য লুকিয়ে রয়েছে। এর পঞ্চ ইন্দ্রিয় সৃজনশীল সত্তাকে কর্মক্ষম রাখে, প্রতিবেশী কোনও যন্ত্রের সঙ্গে স্নায়ুতন্ত্রের মাধ্যমে ভাব বিনিময় করে, যোগাযোগ রাখে। সংক্ষেপে বলতে গেলে, এই বৃহৎ যন্ত্রের কর্মক্ষমতার আড়ালে রয়েছে অসীম রহস্য, অনেকটা একটা ব্রহ্মাণ্ডের মতো, প্রতিবেশী ব্রহ্মাণ্ডের মধ্যেও একই কর্মকান্ড অবিরত ভাবে চলছে। 

ডাক্তারীর মাধ্যমে কেউ এর অসীমকে প্রত্যক্ষ করছে, ব্যাপারটা অনেকটা একটা  ঘন জঙ্গলের একটা মাত্র গাছের প্রতি নজর না দিয়ে গোটা জঙ্গলটাকে নখদর্পনে রাখার মতোই।'
জোটম্যানের চোখ সেই স্বপ্নে বিভোর। "গাছ-- গাছ--- বুঝলে ব্যাপারটা। শরীর তত্ত্বের জগতে যেদিকে তাকাবে, শুধুমাত্র গাছই
দেখতে পাবে। এর জন্য তোমার একটা অনুবীক্ষণ যন্ত্র দরকার, কিংবা দূরবীন, তুমি সেটাকে যে নামেই ডাকো না কেন। বহু কষ্টে সেই ক্ষুদ্র পৃথিবীর পেশীগুলোর গভীরে নজর দাও। গাছেরা হল প্রতিক্রিয়াশীল। সময়ের সঙ্গে ওঠানামা, এগোনো-পিছনো করছে, আনুবীক্ষণিক নানাবিধ কণারা আসছে, ঠিক যেমন গোধূলি লগ্নে পাখিরা বাসায় ফিরছে। চেতন যন্ত্রের কাজ হল এর সত্য উদঘাটনের সামান্যতম প্রচেষ্টা। সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে এই যন্ত্রের আরও অনেক কিছু নজরে রাখতে হবে।
যখন তুমি এই পৃথিবীর অভ্যস্তরের সত্য উদঘাটন করতে পারবে, তখন এই ব্রহ্মাণ্ডের আচরণ নিয়ে ভাববে। এর রহস্য কোথায়, অস্তিত্বের উদ্দেশ্যেই বা কী। 
যন্ত্রের মধ্যে চেতনা রয়েছে। যেটি প্রতিনিয়ত মৃত্যু এবং জীবনের অভাব, অভিযোগ, অপ্রাপ্তির বিরুদ্ধে লড়াই করে চলেছে। প্রতিদিনের চাহিদামতো উদর পূরণের মধ্যেও রহস্য লুকিয়ে রয়েছে। 
চেতন তার যন্ত্রটিকে যথেচ্ছ ব্যবহারের ফলে কিংবা রোগের কারণে স্বাভাবিকতা হারিয়েছে। তবুও তার  সীমিত ক্ষমতার মধ্যেও নিত্যদিন চালিত করেই চলেছে। 

এসবই হল আমাদের নিত্যদিনের রোগীরা, যাদের যন্ত্রকে সারাই করে স্বাভাবিক করে তোলার চেষ্টা করছি। প্রয়োজন মতো কখনও বাহ্যিক কোনও যন্ত্রানুসঙ্গ যোগ করে দিচ্ছি, যাতে তারা জীবনটাকে স্বাভাবিক ভাবে চালিত করতে পারে। 

আজ একজন বিশ বছরের মেয়ে আমার কাছে এসেছিল।  সে একটা পাঁচতারা হোটেলে অভ্যর্থনাকারীর কাজ করে। জঙ্গলে অগ্নিকাণ্ডের মতো ঘটনার ফলে তার দুটি কিডনি বিকল হয়ে যায়। রক্ত শোধনের জন্য সে তার পাকযন্ত্রে থলি ব্যবহার করতে শিখে গেছে। 
যদিও সেটা কিডনির মতো এতটা কাজ করে না, তবে জীবনটাকে এর মাধ্যমে বাঁচিয়ে রাখতে পারছে। প্রতিদিন তাকে চার ব্যাগ বর্জন তরল বের করে পাকযন্ত্রের থলিতে স্থানান্তরিত করতে হয়। এবং প্রত্যাশিত ভাবে ক্ষতিকারক   পদার্থগুলো তার ফলে নিষ্কাশিত হয়ে যাচ্ছে, যা কিনা তার কিডনি যন্ত্রের করার কথা ছিল। 
(যদিও আমরা আজও জানি না, সেসব ক্ষতিকারক পদার্থগুলো কী, শুধুমাত্র একটা বাহ্যিক যন্ত্রের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখছি। এ ছাড়া কি কিছু করণীয় আছে--সূত্র। )
এভাবেই তাকে প্রতিদিন বেশকিছু ঘণ্টা বর্জগুলো বইতে হয়। প্রত্যাশিত ভাবে কয়েক মাস প্রশিক্ষণের পরে তার যান্ত্রিক উপায়ের এ নিষ্কাশন প্রাকৃতিক হয়ে উঠল, অনেকটা দাঁত পরিষ্কার করার মতোই।  
বেশির ভাগ চেতনই জীবনকে বাঁচিয়ে রাখতে কাজ করছে, কখনও কৃত্রিম বাহ্যিক সহযোগিতার দ্বারা।  সবই যন্ত্রের সঙ্গে সংযুক্ত।  কখনও মনে হতে পারে, এটা চেতনারই সংযুক্তিকরণ।


Chapter 56




Add-Ons to Consciousness


Prof Joatmon began, "To understand system malfunction it is necessary that you understand system function for which you have those pre-clinical years where the intricacies of system components and their functioning are detailed. However there's more to it than just knowing what's inside the body.

Equally important is what's outside and how the machine interacts with its surroundings. Like, why do we need our machines at all...it's to have fun, it's to revel in those five senses, process them creatively and express oneself in motor activities that trigger passions generated in neighboring machines. In short, we have fun unwittingly, only to run a bigger machine, which is the universe that also does the same with other neighboring universes playing inside that infinite one. 

In medicine one tries to look at the infinite like looking at the whole forest and not just concentrating on its trees." Joatmon's eyes had that dreamy look. "Trees...trees everywhere you look into the anatomy of the Earth. You actually need a microscope (or telescope...call it whatever you want), to peer deeper into its tissues...the so-called microcosm. Trees are receptors getting up or down regulated from time to time, homing variety of molecules, birds returning to their nests at dusk. This is just a small peep on lifting the lid off the notebook and you sure will need to know more as time goes by and you keep peering into these systems in the hope of trouble shooting them. 

After you've lifted the lid off the Earth and studied the microcosm you'll need to study its behavior in the macrocosm. Like for example what is its idea of having fun...the very purpose of its existence. There are Con's with machines (people) who simply exist for a daily struggle against death and deprivation, their fun lies in getting to fill their stomachs each day after obtaining the means to fill it. There are Cons who continue to use their machines (bodies) in spite of their limited functionality (due to disease or overuse trauma). 

These are our day to day patients, machines whom we try to repair, restore to normal function or simply add supportive devices so that they just continue to live. A 20-year-old girl had come to meet me today. She works as a receptionist in a 5 star hotel and both her kidneys have been destroyed in a forest fire. She's learnt to use her peritoneum (the bag all of us carry inside our abdomen covering our viscera-Sutra) to clean her blood, not as good as her kidneys but at least she will live with it. Every day she needs to introduce 4 bags of hyperosmolar fluid into her peritoneal bag and hopefully most of the harmful molecules normally filtered by the kidney would filter into her peritoneal bag. (We still don't know what all these molecules exactly are but we have devised a system to take care of them...can you beat that! –Sutra). In this manner she'd throw away the wastes in her blood along with the hyper-osmolar fluid that she'd need to hold in her peritoneal bag for a few hours everyday. Hopefully after a few months of training her daily manual filtering would become second nature, like brushing teeth. 


Most Cons would do anything to just continue living; continue to function if even with artificial support. All of them are very attached to their machines. They hardly ever realize the machines are simply add-ons to their consciousness (themselves).

Sutra





No comments:

Post a Comment