Tuesday, July 12, 2022

Chapter 55 Bengali

অধ্যায়-- 55


বহিঃ-অন্তঃ অঙ্গের ওষুধের মূলনীতি

সমুদ্রের পাড়ে একটা বেশ আকর্ষণীয় ঝকঝকে খোলা পড়েছিল। জুনের সেদিকে নজর কাড়তেই দেখতে পেত, সেই দাঁড়িওয়ালা অধ্যাপক উঁচু জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলছেন। তাঁর বলার ধরন সবসময়ই এরকম--
আজ তোমাদের সবাইকে আমি আমার অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জোটম্যানের কাছে নিয়ে যাব,যিনি এই শহরতলিতেই বাস করেন। তিনি ঠিক সেসময়ের চিকিৎসক, যখন জরাগ্রস্থ লোকেদেরকে আজকের দিনের মতো বিশেষজ্ঞরা চিকিৎসা করতেন না। এমনকি এখনও যদি কোনও রোগীর রোগ নির্ণয় করতে গিয়ে হিমশিম খেতে থাকি, তখন তিনিই তার সমাধান সূত্র বের করে দেন। 
ঘন জঙ্গল পেরিয়ে গাড়িটা রাস্তায় দাঁড়াল। জুন কিছুতেই বিশ্বাস করতে পারছে না, কলেজ থেকে মাত্র দুঘণ্টার পথ অতিক্রম করে এরকম একটা জায়গায় পৌঁছা গেল।  সে ভয়ে ভয়ে জঙ্গলের ঘাসে পা ফেলছে, পাছে যদি কিছুতে কামড়ে দেয়, কিন্তু অধ্যাপকের দৃঢ় পদক্ষেপ ফেলার ধরন দেখে কিছুটা আশ্বস্ত হল।

তারা বেশ ক'টা নদী পেরোল। শেষের নদীটা পার হতে গিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত ভিজে গেল। এত স্রোত যে, এক ছাত্রকে প্রায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল, আরেকজনের একটা জূতো ভেসে গেছে। তাদেরকে এক অদ্ভুত প্রযুক্তি ব্যবহার করে পাড়ে উঠতে হল। চেতনকে সেজন্য ধন্যবাদ! দড়িগুলো বাঁধার জন্য, যা কিনা কোনও শরণার্থীরা ফেলে রেখে গিয়েছিল।  তারপর পাথুরে পাহাড়ের পিচ্ছিল পথে অধ্যাপক মশায় দুহাত পা ব্যবহার করে পেরিয়ে গেলেন।  জুন  নিজেকে শুকোতে বসে পড়ল। কিছুক্ষণ পরে সে একজন সাদা ঝুল দাঁড়িওয়ালা লোক দেখতে পেল, যেকিনা তার দিকে তাকিয়ে হাসছে। সে দেখতে অনেকটা অধ্যাপক মশায়ের মতোই, যদি না সে তাকে ছয় বছরের কিশোরের পেন্সিল হারিয়ে যাবার পর খুঁজে পাবার মতো নির্দেশ না দিত। ছাত্ররা সবাই শ্রদ্ধানত ভাবে  'বহিঃ-অন্তঃ অঙ্গের ওষুধের মূলনীতি' গ্রন্থের প্রথম সম্পাদক অধ্যাপক জোটম্যানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। 
' শোন, আমি হলাম জোটম্যান। তোমরা আমাকে সংক্ষেপে "জো' বলে ডাকতে পারো। এক কাপ চা হয়ে যাক।' 
আরো হয়তো হাজার খানেক পা মাড়ানো হল। অবশ্য জুন সেটা গোনার চেষ্টা করেনি। তারা পাথরের নীচে অস্থায়ী এক আস্তানায় বসে চা খেল। তাতে লেখা-- জোএর গুহা। তার সামনে আরেকটি অন্ধকার গর্ত। জো বলল, এটা মহাকালের গুহা। এমনভাবে বলল, যেন জুন সেটা জানতে চেয়েছে। একজন বৃদ্ধ মিশনারী পর্যটক এটা আবিষ্কার করেছিলেন। এটা চুনাপাথরের। এর ভিতরে উঁচু উঁচু প্রচুর পাথর পোঁতা রয়েছে, যেগুলোকে স্থানীয়রা শিবজ্ঞানে পুজো করে। শিবলিঙ্গ চেন। জুন সেসব জানার কী দরকার বুঝতে পারছে না। জুন ভাবে, অধ্যাপক জোটম্যান এক অদ্ভুত লোক- সবজান্তা গামছাওয়ালা। যেমন সব জান্তা ভাব দেখায়, এমনই তার নাম হয়েছে-- 'jack of all trade, master of none' শব্দবন্ধের সব শব্দের আদ্যাক্ষর জুড়ে দিলে তো  এই নামটাই দাঁড়ায়।

এটাই মেডিসিন, যা তিনি বললেন। একমাত্র চেতন সমস্ত মানব শরীরের সবকিছু জানতে পারে(শুধুমাত্র একটা বিশেষ অংশ নয়।) চেতন উৎকীর্ণ হয়ে শেষ কথাটা শুনল, বেশ, এখানে একজনই আছে, যে কিনা যুক্তিসঙ্গত কথা বলে।


Chapter 55




Principles of External-Internal Medicine


There was a particularly interesting shell sparkling on the beach. As June stared at it she could visualize the bearded face of the professor standing on the pulpit addressing his students. His narratives were always so very..."Today I am going to take you all to my retired professor, Dr Joatmon who lives in the outskirts of the city. He's from a time when troubleshooting humans was not as compartmentalized into specialties as it is today. Even now, he tackles a few of our patients when we are stumped."

The car stopped on the road that had crossed a dense jungle. June couldn't believe it was just a two hour drive from their college. She treaded sheepishly on the foliage half expecting to be bitten by something but was partly reassured by the professor's confidant strides.

They crossed a few rivers and the last one left her drenched from head to toe. The current nearly swept one of the students off and another lost one of his shoes. They had to climb down to their last river, pretty technical at places. Thank Con! For those fixed ropes...wires actually, some pilgrims may have left. 

Then there were those slippery steps cut out from the rocky ridge and as the professor clambered up them, June sat on them to dry herself. After sometime she found a gentleman with a white flowing beard grinning at her. She'd have taken him to be another version of the professor if she didn't find the professor accompanying him with an expression suggesting a 6year old school boy who's just found his pencil box hidden someplace completely forgotten earlier. 

All the students stared awestruck at Prof Joatmon, founder editor of Joatmon's "Principles of External-Internal medicine”.” Hi! I am Joatmon call me Jo for short. Come on up for a cup of tea." It turned out to be a thousand more steps, not that June cared to count. They were sipping tea in a makeshift home under a huge stone slab labeled, 'Jo's Cave'. In front of them was another dark hole. “That's the Mahakaal cave, "Jo said in a matter of fact manner as if June had asked the question in an equal vein. It was discovered by one of those old traveler type missionaries. Its all limestone inside with a lot of stalactites and stalagmites, which the local people here venerate as Shiva...you know, the penile figurehead". June wasn't sure she'd need all this info but professor Joatmon was a strange man... a jack of all trades, master of none was what he said his name meant unabbreviated (if you took it to be an acronym). 

Medicine is all about being just that he said; after all it is Con only who can master the human body (and there's no point mastering just a part).

Con pricked up his ears at the last statement. "Well here's one fellow who's finally talking sense.




No comments:

Post a Comment