Tuesday, July 12, 2022

Chapter 59 Bengali

 অধ্যায়-- 59


রাসায়নিক স্বাতন্ত্র্যের খোঁজে



আমাদের রাসায়নিক স্বাতন্ত্র্যের মধ্যেই বিশেষত্ব এবং ত্রুটিগুলি রয়েছে। এই বিশেষত্ব শারীরিক  সমস্যার প্রতিরোধের বিশেষ প্রবণতা  তৈরি করছে। যাকে আমরা সহজাত রোগ বলে থাকি, সেসব আমাদের বিশেষ বিশেষ রাসায়নিক শৃঙ্খলের মধ্যেই নিহিত থাকে। এমনকি দৈহিক পারমাণবিক গুচ্ছবাঁধনের মধ্যেও তা নিহিত, যা আমাদের রাসায়নিক স্বাতন্ত্র্যের জন্য দায়ী। যা ক্রোমোজোম তৈরিতেও মুখ্য ভূমিকা নেয়, যা থেকে আমরা জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।


A E Garrod


জুন অধ্যাপকের বিশেষ ধরনের শারীরিক নমনীয়তা যতই দেখছিল, ততই বিস্মিত হচ্ছিল।

তার কর্মক্ষমতা একেবারেই ভিন্ন ধরনের।  পাশাপাশি ক্লিনিক্যাল সংযুক্তির মাধ্যমে প্রত্যেকের প্রতি বিশেষ যত্ন নেওয়া।

প্রোটোকল এবং সিদ্ধান্ত বৃক্ষের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে জুন মেডিক্যাল স্কুলের বেশির ভাগ 

দিন কাটিয়েছিল, সেসব স্মৃতিতে আজও উজ্জ্বল। বিশেষ করে অধ্যাপক জোটম্যানের কথাগুলো তার কাছে অদ্ভুত মনে হয়েছে। সেইসঙ্গে সহজতর এবং কম মানসিক চাপ নিয়ে দুর্বোধ্য বিষয়গুলোকে আয়ত্ত করেছে, অথচ কিনা ডাক্তারি বইগুলোতে সব রোগীকে একই ধরনের রোগ নির্ণয়ের পদ্ধতির বর্ণনা লেখা থাকত। 

'তোদের কাছে ব্যাপারটা দ্ব্যর্থবোধক মনে হয় না?' সহপাঠি ভাল বন্ধু ক্রিসের কাছে জুন জানতে চেয়েছিল(ক্রিসের পুরো নাম কৃষ্ণ)।  শ্যামলা, দীর্ঘাঙ্গী যুবক ক্রিসের সঙ্গে জুনের প্রায়শই ক্যাণ্টিনে আলাপ হতো। 

'কী বললি?" ছ্রিস জানতে চাইল।  (কোনওখানে ক্রিসকে ছ্রিস-এ বদলে নেওয়া হল।) তার মনোযোগ তখন কমিউনিটি মেডিসিনের পরীক্ষার নোটপত্রে। 

সে তখন শৌচাগারের বিভিন্ন বিষয় মনে করার চেষ্টা করছিল।

বিশ্বের সর্বজন স্বীকৃত রোগ প্রতিরোধের উপায়গুলোকে মনে করার চেষ্টা করছে।

জুন আবার বলল,

'বেশ, তোর কাছে তাহলে ব্যাপারটা দ্ব্যর্থবোধক মনে হচ্ছে না। যে পেশায় প্রত্যেককে পৃথক পৃথক ভাবে যত্ন নেবার সংকল্প নিয়ে এসেছিলাম, সেটা আমরা খুব কমই করছি।'

একজন তৃতীয় বর্ষের ডাক্তারি ছাত্রীহিসেবে জুনের পক্ষে প্রতিদিন বিছানার পাশে বসে শেখাটাকে পাত্তা দেওয়া উচিত নয়। অন্য সহপাঠীরা করিডোরে স্যারের কাছ থেকে নিত্যদিনের কেস স্টাডি নেবার জন্য অপেক্ষা করছে। কাউকে কফি ক্লাবে নতুন কোনও কেস নিয়ে কিংবা বাজারে নতুন কী ওষুধ বেরিয়েছে, সেসব নিয়ে মাথা ঘামাতে দেখা গেল না। জুন নিজের জন্য নিজেই কেস স্টাডি খুঁজে নিতে একা কোনও শুয়ে চিকিৎসকের জন্য অপেক্ষমান রোগীর কাছে গেল,

'শোন, আমি একজন ডাক্তারি ছাত্রী। তোমার সমস্যাটা কী, জানতে এসেছি।' সে সেই রোগীর ফোলা পেটের কী সমস্যা সেটা মনোযোগ দিয়ে শুনতে লাগল।

More about the translator in the link below :


Chapter 59




Quest for Chemical Individuality


"To our chemical individualities are due our chemical merits and shortcomings. The factors which confer upon us our predispositions to and immunities from various mishaps which are spoken of as disease are inherent in our very chemical structure and even in the molecular groupings which confer upon us our individualities and which went to the making of the chromosomes from which we sprang." 

AE Garrod



June watched and marveled at the professor's unique flexibility, his ability to work at many different levels simultaneously and establishing individualized care rather than a blanket protocol. Protocols and decision trees were what June spent most of her days memorizing in her medical school and professor Joatmon's approach struck her as peculiar. At the same time she found this easier and less taxing and began to seriously doubt her medical school texts that treated all patients with one diagnosis in the same manner. "Don't you find this ironic?" She asked her batch mate and best friend Krish (shortened from Krishna). Krish was a tall dark handsome guy frequently spotted with June in the canteen.

"What?” Asked Chris, somewhere down the line Krish had been nominally transformed into Chris). He was trying to concentrate on the material for the community medicine exams, trying to memorize the dimensions of a sanitary toilet along with mugging up a lot of info (facts and figures) on strategies for disease prevention on a global scale. June continued, "Well, don't you think it's ironic that a profession so very devoted to the care of individuals should care so little about individuality."

As a third year medical student, June wouldn't bother to wait for the bedside teaching to start everyday. That was unlike her other batch-mates loafing in the corridors, presumably waiting for their professor to allot them a case, who would very often be found at the coffee club, busy discussing the latest bit of evidence on the efficacy of a newly launched drug. June would rather allot herself her own cases for the day by simply walking up to any of the individuals lying in their beds waiting for deliverance. "Hi! I am a student doctor and I want to know what your problems are?" she started off with a particularly emaciated man with a distended belly.


"I am hungry." he replied.




No comments:

Post a Comment