অধ্যায়-- 40
সিদ্ধান্ত বৃক্ষ
যেকোনও মানুষই একদিন গাছ হতে চায়। এর কারণ হল, মানুষ নামক দ্বিপদ বুদ্ধিমান প্রাণীর ভিতরটা গাছে পরিপূর্ণ। গাছের মতো সাজানো কোষেদের তারা বহন করে। সুষুম্না কাণ্ডের কথা ভাবা যাক, চামড়া আর পেশীগুলোর তলায়, মস্তিষ্কের উৎস থেকে বেরিয়ে কী অদ্ভুত রকম ভাবে ডালপালা বিস্তার করে রয়েছে। কিংবা শ্বাসযন্ত্রের কথাটাই ভাবো না। কিভাবে দু'খানা ফুসফুস বায়ুথলিতে পরিপূর্ণ রয়েছে। অথবা শিরা-ধমনী, দেহযন্ত্রের রোগ প্রতিরোধতন্ত্রের কথা ভাবো।বলতে গেলে দেহে এরকম অসংখ্য গাছ রয়েছে।
এছাড়াও আমাদের জীবনে সিদ্ধান্ত বৃক্ষ বলেও কিছু একটা রয়েছে।
সে গাছ বেড়ে ওঠার সাথে সাথে আমরা আমাদের প্রত্যাশার পাখিদের অনুসরণ করে ছুটি।
অধ্যাপক হ্রদের চারপাশটা তাদের দেখাছিলেন। পাখি চেনাচ্ছিলেন। পরিযায়ী পাখি। এরা শীতের সময় এখানে জড়ো হয়। কতরকম রঙবেরঙের জলজ প্রাণীরা হ্রদের জলে সাঁতার কাটছে। আর পাশের জঙ্গলটায় ভিন্ন ভিন্ন আকারের নানান কিসিমের জীবের বিচরণ।
চেতন একটা মিষ্টিমধুর ধাতব আওয়াজ শুনতে পেত।
'আহ! এই সেই বসন্ত বউরি। কাঠ ঠোকরার মতো আওয়াজ তুলছে।' অধ্যাপক বিস্ময়ভরে একটা লালা হলদে ঠোঁটের পাখিকে দেখিয়ে কথাটা বললেন।
চেতন ছোট্ট পাখিটার দিকে তাকিয়ে থাকত। পাখিটা চড়াই পাখির চাইতে কিছুটা বড়। চোখের চারদিকটা অদ্ভুত ধরনের লালাভ। ICUতে বসে জুন সেসবের স্মৃতিচারণ করত।
চেতন পাখিটাকে অনুসরণ করছিল, যতক্ষণ না সেটা চোখের আড়াল হচ্ছে। কিন্তু অধ্যাপক একটা শাখায় অপেক্ষা করছিলেন, যেখানে নিশ্চিত ভাবে শেষবারের মতো পাখিটাকে দেখা গিয়েছিল।
অধ্যাপক বললেন, 'আমরা হলাম ভবঘুরে। আমরা এলোমেলো অবিন্যস্ত ভাবে চলে অন্ধকারাচ্ছন্ন গুহায় বার্তা পাঠাই। ধান খেতে, মাঠ পেরিয়ে, পাহাড়ের পাশ দিয়ে হেঁটে এগিয়ে যেতে যেতে আমরা দূর্গম পথ ধরে এগিয়ে চলি।
প্রতিটা দিন আমরা ভালভাবে বাঁচার প্রত্যাশা নিয়ে চলতে থাকি। কোনও নতুনের সন্ধান পেয়ে কিছুটা আনন্দ পেতে।
যতই প্রতিবন্ধকতা আসুক, আমাদের চলন কখনও থামবে না। হয়তো যখন যেখানে ইচ্ছে হবে, এক দুদিন বিশ্রাম নেব। আর স্বপ্নের সেই শ্রতিনন্দন মৃদু আওয়াজ উপভোগ করব।
সে আনন্দ আমাদের জীবনে কালো সাদা প্যাকেটে ভিন্ন ভিন্ন রঙ বয়ে আনবে। আমাদেরকে শ্রুতিমধুরতায় ভরিয়ে তুলবে।
চেতন বিস্ময়াপ্লুত হয়ে ছাত্রদের সামনে অধ্যাপকের ব্যক্ত করা কবিত্ব ভাব উপভোগ করছে।
নতুন আর পুরনোরা একই ভাবে জীবনের বহতা ধরে রাখবে। শান্ত, নৈশব্দিক রাতে পাতা খসার শব্দ, পাখি ওড়ার শব্দ শুনতে শুনতে তারা খুব কমই থামবে।
অনেক সময় আমরা ক্ষুধা, তৃষ্ণা, প্রক্ষোভিক তাড়না মেটাতে নিরাশ হয়ে ঘুরে বেড়াই।
জটিলতায় ভরা বিস্ময়কর স্নায়ুতন্ত্রের সূক্ষাতিসূক্ষ ধরনের কথা ভাবতে গিয়ে আমরা যদি পিছনে ফিরে তাকাই, তাহলে সহসা আমাদের কাছে পছন্দের পথটা সুগম হয়ে ওঠে। যেন কোনও এক দৈত্যাকার ওক গাছ তথ্য ভাণ্ডারের জানালা থেকে আমাদের স্বাগত জানাচ্ছে--- সেই ভবঘুরের কথা আমাকে ভাবতে শেখাও, যে কিনা সুদূর বিস্মৃতির আড়ালে হারিয়ে যাওয়া বীজে নিহিত।
“All humans aspire to be trees one day, perhaps because they are trees inside. Each and every one of them carries cells arranged in a tree like pattern. Look at the spinal cord, how it blossoms into the skin and muscles in our body from the roots of our brain, or the bronchial tree blooming alveoli forming two full lungs or the arteries, veins or lymphatics, the list of our trees within seems endless. Then there is the decision tree of life where we follow our birds hopping from branch to branch hoping we can keep pace with the growth of that tree.”
The professor was showing them around lakeside introducing them to a lot of birds, which collected there in the winter.
There were plenty of colorful waterfowls swimming and on the trees in the jungle near the lake were even more colorful characters in all shapes and sizes.
Con could hear a particularly interesting call like that of a person hitting on a piece of metal. “Ah! That’s the copper smith”, remarked the professor and excitedly pointed towards a patch of crimson yellow.
Con could see a small bird just bigger than a sparrow with peculiar red-rimmed specs around its eyes that somehow reminded him of June in the ICU.
Con began following the bird from one branch to the other until he lost it but found the professor waiting for him at one branch where he was sure he had last spotted the bird.
The professor resumed, “I am a wanderer, a non-linear input signal in a network, static in a dungeon, yet marching on an un-trodden path, through jungles, rice fields and obscure Mountain passes.
Each day I trudge along in the hope of a better life, some visual delight or the other, a newfound titillation or rediscovered magic.
I have not ceased to travel, in spite of heavy odds. Rest yes, for one or two days whenever I felt like it, but my faithful dream was to listen to that melodious stream. The joy within us, which comes in all colors and black and white packets, sometimes they have a package insert describing their mellifluous qualities, sometimes none at all.”
Con looked at him bewildered at this sudden poetic contemplation of the professor with the students also nowhere in site.
“Young and old alike carry this stream all their lives, yet scarcely do they ever pause to listen, the sounds of a falling leaf, the raptures of a flight of birds and the gentle descent of a gliding night.
Many a times have I despaired at the wanderer in me, is it purely a quest born out of hunger and thirst, something physiological underlying the emotional desire for more.
I pause to look back and marvel at the immense complexity, the branching patterns and arborizations my chosen path unfolds, like the giant oak tree, which greets me from one of the windows of our library…Makes me think of the wanderer that was within its long forgotten seed.”
In public domain here : https://commons.m.wikimedia.org/wiki/File:Manual_decision_tree.jpg#mw-jump-to-license
No comments:
Post a Comment